মেয়েদের ইসলামিক
নাম। মেয়েদের ইসলামিক নাম অর্থ সহ।
ইসলাম ধর্ম যেখানে এমন কোন সমস্যা নেই যে তার সমাধান
নেই। নাম রাখার ক্ষেত্রে ও এই নির্দেশনা দেয়া হয়েছে। আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা
করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০
যদি কোন নাম ঠিক না থাকে তাহলে সেই নাম পরিবর্তন করতে
হবে। এই বিষয়ে অনেক গুলি হাদিস রয়েছে। তার মাঝে একটি হাদিস হলঃ-
খারাপ নাম পরিবর্তন করে ভাল নাম রাখা সম্পর্কে।
ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম উমার (রাঃ)-এর কন্যা আসিয়ার নাম পরিবর্তন করে দেন এবং বলেন, তোমার নাম হলো, জামিলা। সূনান আবু দাউদ অধ্যায়ঃ ৩৬/ আদব হাদিস নম্বরঃ ৪৮৬৮
মেয়েদের ইসলামিক নাম। সৌদি আরব, মিশর, বাংলাদেশ, পাকিস্তানি, ইরান সহ যে কোনো দেশে এই নাম গুলি
রাখতে পারবেন। ম দিয়ে। ই দিয়ে। র দিয়ে। আ দিয়ে। জ দিয়ে। ব দিয়ে। য দিয়ে। ক
দিয়ে। খ দিয়ে। ল দিয়ে। উ দিয়ে। ফ দিয়ে।
রাসূল (সঃ)এর
স্ত্রীবর্গ তথা উম্মেহাতুল মুমিনীন এর নামের অন্তর্ভুক্ত।
নামঃ- খাদীজা / খাদিজা। অর্থ অকাল-জন্মা (শেষনবীর প্রথম স্ত্রীর নাম)।
ইংরেজী Khadija। আরবী خَدِيْجَةُ
নামঃ- সাওদা। ইংরেজী Sauda। আরবী سَوْدَةُ
নামঃ- আয়েশা। অর্থ সজীব, প্রাণবন্তা,
জীবনধারিণী (শেষনবীর প্রিয়তমা স্ত্রীর নাম)। ইংরেজী Ayesha। আরবী عَائِشَةُ
নামঃ- হাফসা। ইংরেজী Hafsa। আরবী حَفْصَةُ
নামঃ- যয়নব। ইংরেজী Jaynab। আরবী زَيْنَبُ
নামঃ- উম্মে সালামা। ইংরেজী Umme Salama। আরবী أُمِّ سَلَمَة
নামঃ- উম্মে হাবিবা /উম্মে হাবীবা। অর্থ হাবীবার মা। ইংরেজী Umme Habiba ।আরবী أُمِّ حَبِيْبَة
নামঃ- জুওয়াইরিয়া।ইংরেজী Jouyaria। আরবী جُوَيْرِيَةُ
নামঃ- সাফিয়্যা। ইংরেজী Saifya। আরবী صَفِيَّةُ
রাসূল
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর কন্যাবর্গের নামের অন্তর্ভুক্ত।
নামঃ- ফাতেমা। ইংরেজী Fatima। আরবী فَاطِمَةُ
নামঃ- রোকেয়া। ইংরেজী Rokeya। আরবী رُقَيَّةُ
নামঃ- উম্মে কুলসুম / উম্মে কুলসূম। অর্থ কুলসুমের
মা।ইংরেজী Umme Kuslum। আরবী أُمُّ
كلْثُوْم
এই নাম গুলি
নেককার নারীদের নামের অন্তর্ভুক্ত
নামঃ- হাজেরা। ইংরেজী Hazera। আরবী هَاجِر
নামঃ- সারা। ইংরেজী Saara। আরবী سَارَة
নামঃ- মরিয়ম। ইংরেজী Mariyam। আরবী مَرْيَم
এই নাম গুলি
মহিলা সাহাবীবর্গের নামের অন্তর্ভুক্ত
নামঃ- রুফাইদা। অর্থ সামান্য দান। ইংরেজী Rufaidah। আরবী رُفَيْدَةُ
নামঃ- আমেনা। অর্থ প্রশান্ত আত্মা,
বিশ্বাসিনী, নিরাপদ। ইংরেজী Amina। আরবী آمِنَةُ
নামঃ- আসমা। অর্থ সবচেয়ে উচ্চ, নামের
বহুবচন। ইংরেজী Aasma। আরবী أَسْمَاءُ
নামঃ- রাকিকা। অর্থ কোমলবতী। ইংরেজী
Raqika। আরবী رَقِيْقَةٌ
নামঃ- নাফিসা। অর্থ মূল্যবান। ইংরেজী
Nafisa। আরবী نَفِيْسَةُ
নামঃ- উমামা। অর্থ তিনশত উট। ইংরেজী
Umama। আরবী أُمَامَةُ
নামঃ- ফারিআ। অর্থ লম্বাদেহী। ইংরেজী
Fariya। আরবী فَرِيْعَةُ
নামঃ- আতিকা। অর্থ সুগন্ধিনী। ইংরেজী Atiqua। আরবী عَاتِكَةُ
নামঃ- হুযাফা। অর্থ সামান্য বস্তু। ইংরেজী Hujafa। আরবী حُذَافَةُ
নামঃ- সুমাইয়্যা। অর্থ আলামত। ইংরেজী Sumaiya। আরবী سُمَيَّةُ
নামঃ- খাওলা। অর্থ সুন্দরী। ইংরেজী
Khawla। আরবী خَوْلَةُ
নামঃ- হালিমা। অর্থ ধৈর্য্যশীলা। ইংরেজী Halima। আরবী حَلِيْمَةُ
নামঃ- উম্মে মাবাদ। অর্থ মাবাদের মা। ইংরেজী Umme Mabad আরবী أم مَعْبَد
নামঃ- উম্মে আইমান। অর্থ আইমানের মা। ইংরেজী Umme Ayeman। আরবী أمَّ أَيْمَن
নামঃ- রাবাব। অর্থ শুভ্র মেঘ। ইংরেজী
Rabab। আরবী رَبَاب
নামঃ- আনিসা। অর্থ ভাল মনের অধিকারিনী।
ইংরেজী Aanisa। আরবী أنِيْسَةُ
নামঃ- জামিলা। অর্থ সুন্দরী। ইংরেজী
Jaamila। আরবী جَمِيْلَةُ
নামঃ- দুর্রা। অর্থ বড় মতি। ইংরেজী Durrah। আরবী دُرَّة
নামঃ- রাইহানা। অর্থ সুগন্ধি তরু। ইংরেজী Rayhana।
আরবী رَيْحَانَة
নামঃ- সালমা। অর্থ নিরাপদ। ইংরেজী Saalma। আরবী سَلْمى।
নামঃ- সুআদ। অর্থ সৌভাগ্যবতী। ইংরেজী Suad। আরবী سُعَاد
নামঃ- লুবাবা। অর্থ সর্বোত্তম। ইংরেজী Lubaba। আরবী لُبَابَة
নামঃ- আলিয়া। অর্থ উচ্চমর্যাদা সম্পন্না,
সুউচ্চ, উন্নতা। ইংরেজী Aaliya। আরবী عَلِيَّةُ
নামঃ- কারিমা / কারীমা। অর্থ উচ্চবংশী, সম্ভ্রান্তা, দানশীলা। ইংরেজী Karima। আরবী
كَرِيْمَةُ
নামঃ- হাসনা। অর্থ সুন্দরী। ইংরেজী Hasna।আরবী
حَسْنَاء। আরবী عَفْرَاءُ
এটিও পড়ুন......
No comments:
Post a Comment